রনবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ ব্যবসায়
প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভূত হয়। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয় বলে
প্রাথমিক ভাবে ধারণা করেছেন ব্যবসায়ীরা।শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত
আড়াইটায় চান্দিনা বাজারে বাস স্টেশন সংলগ্ন মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা
ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে ধুম্রজাল বিরাজ করছে।
এর মধ্যে
মাতৃভূমি মিষ্টি দোকান, আলী ডেইরি এন্ড বেকারী, সোনালী বীজ ভান্ডার, ৯৯
সপ, মোবাইল দোকান, বেকারি দোকান, সেলুনসহ অন্তত ২০টি দোকান পুড়ে যায়।
চান্দিনা
ফায়ার সার্ভিস বিষয়টি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত
দাবী করলেও একাধিক ব্যবসায়ীরা বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত অগ্নিকান্ড বলে
দাবী করেন।
ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর ১২টার পর দোকান-পাট বন্ধ
করে অনেকেই চলে যায়। রাত আড়াইটার দিকে হঠাৎ অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা
বাড়ি থেকে ছুটে আসি। আমাদের অনেক ব্যবসায়ীর সর্বস্ব পুড়ে গেছে। আমরা এখনও
হিসাব করেনি, তবে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
চান্দিনা বাজারের
বণিক সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া জানান, রাত আড়াইটায় অগ্নিকান্ডের
সূত্রপাত ঘটে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা নিশ্চিত ভাবে বলা
যাচ্ছে না। এই অগ্নিকান্ডের তিন সারিতে থাকা অন্তত ২০টিরও বেশি দোকান পুড়ে
যায়। এতে শুধু দোকানই নয়, অনেক গোডাউন ছিল। যে কারণে ক্ষতির পরিমাণ অনেক
বেশি।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা
চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। এতে কমপক্ষে ১৫ দোকান পুড়ে ৪০ লাখ টাকার
ক্ষতি হয়।