গতকাল
শনিবার বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় চলতি
শিক্ষাবর্ষেও ব্যাপক আয়োজনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা জেলা
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫০টি প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী
স্বতঃস্ফূর্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কুমিল্লা মডার্ণ হাইস্কুলে
প্রায় ১৫শ’ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১ম-৫ম শ্রেণির
শিক্ষার্থীদের পরীক্ষার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা থেকে সাড়ে ১২টা
পর্যন্ত। বৃত্তি পরীক্ষা পরিচালনায় পরীক্ষা কমিটির প্রধান এসোসিয়েশনের
চেয়ারম্যান অধ্যক্ষ মোশারফ হোসেন, কো-চেয়ারম্যান ধীরেন্দ্র কিশোর মজুমদার,
মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন। এ পরীক্ষার সার্বিক
কার্যক্রম পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আহসান উল্লাহ, উপ-পরীক্ষা
নিয়ন্ত্রক শাহীন আলম ও অধ্যাপক হাসান ভূঁইয়া অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব
পালন করেন। কুমিল্লা জেলা সভাপতি হাফেজ মাও. ফরিদ আহমাদ, কুমিল্লা জেলা
সেক্রেটারি হাফেজ মাও. শাহজাহান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত
ছিলেন। কুমিল্লা মডার্ণ হাইস্কুলে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন
আলী আজগর জুয়েল এবং সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাহান
সাজু ও আরিফ মোর্শেদ সোহাগ। পরীক্ষা কেন্দ্রে অর্থ সচিব হিসেবে দায়িত্ব
পালন করেন হাফেজ মাও. নাছির উদ্দিন খন্দকার। কেন্দ্রে সাবেক সভাপতি আব্দুস
সালাম ও সাবেক মহাসচিব জসীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।