নিবরাস ইসলামিক স্কুল এন্ড মাদরাসার মেধাবী ছাত্র মারজুক বিন সোহেলের মাত্র ১১ মাসে হিফজ সমপন্ন
কুমিল্লা
মহানগরীর স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিবরাস ইসলামিক স্কুল এন্ড
মাদরাসার মেধাবী ছাত্র হাফেজমারজুক বিন সোহেল ১১ মাস ২৩ দিনে হাফেজী
সম্পন্ন করেছে।
মারজুক পিতা: মোঃ সোহেল রানা, নিবাহী পরিচালক ম্যাক্স
কেয়ার ট্রেডিং, মাতাঃ রেজোয়ানা আক্তার, প্রভাষক,সমাজকর্ম, কুমিল্লা
শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।
গত ১৯/১২/২০২৪ ইং তারিখে নিবরাসের
মিলনায়তনে সমাপনী হিফজ সবক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতেপ্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রসার ভাইস পিন্সিপাল
মাওলানা আঃ কুদদুস, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাসের সেμেটারী
আলহাজ জাকির হোসেন। সভাপতিত্ত করেননিবরাসের প্রিন্সিপাল হাফেজ মাওলানা
মুফতি আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল এ.জি.এমনুরুন্নবী
মারজুকের উস্তাদ হিফজ বিভাগের প্রধান হাফেজ কারী জসিম উদ্দিন। পরিচালক-
মাওলানা জহিরুলইসলাম, কফিল উদ্দিন আরিফ, মাওঃ সালাউদ্দিন কিবরিয়া, হাফেজ
হেলাল উদ্দিন, হাফেজ মামুন খাঁন সহ সকলবিভাগের শিক্ষক বৃন্দ মাজুকের বাবা
অনান্য অতিথি গণ। নিবরাসের প্রিন্সিপাল মুফতি আবুল বাশার হাফেজমরুজুক বিন
সোহেল সহ সকল ছাত্র ও প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করেন।