কুমিল্লার
লালমাই উপজেলার কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়কের হরিশ্চর চৌরাস্তায়
রাস্তা পারাপারের সময় জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. নুরুল আমিন
(৪৯) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯.৩০টার
দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আমিন লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ডের
মিশ্রী গ্রামের আব্দুস সাত্তার খলিফার ছেলে ও লাকসাম বাজারের ব্যবসায়ী নুর
নবীর ছোট ভাই।
জানা যায়, নিহত নুরুল আমিনের শ্বশুরবাড়ি লালমাই উপজেলার
বাকই উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে রাস্তা
পারাপারের সময় লক্ষীপুর জেলার রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জোনাকি
এক্সপ্রেস নামের একটি বাস এই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর
আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে
পাঠানো হয়।
হরিশ্চর চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহজাহান বলেন
হরিশ্চর চৌরাস্তা অত্যন্ত ব্যস্ততম জায়গা স্কুল, কলেজ সহ অনেক প্রতিষ্ঠান
রয়েছে রাস্তার পূর্ব ও পশ্চিম পাশে। এই ব্যাস্ততম সড়কে নেই জেব্রা ক্রসিং
তারউপর ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়সময় এখানে দূর্ঘটনা ঘটে। এতে কারো
মৃত্যু হয় না হয় পঙ্গুত্ব বরণ করা লাগে। তিনি দ্রুত সময়ে ফুটওভার ব্রিজ
নির্মাণের জোর দাবি জানান।
লালমাই ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ
মো: মামুনুর রহমান বলেন, নিহতের পরিবারের কাউকে পাওয়া যায়নি। নুরুল আমিন
নামের আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু
হয়।