চক্রান্ত
করে নির্বাচনী আসন বিন্যাসের অভিযোগে ২০০৮ সালের নির্বাচন কমিশনের
বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষনা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
ভৌগলিক ও প্রশাসনিক অখন্ডতা এবং জনসংখ্যা
ও প্রকাশ সংখ্যার ভিত্তিতে সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা - কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক অংশ বর্তমান কুমিল্লা সিটি
কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড তথা সাবেক নির্বাচনী এলাকা-২৫৬
কুমিল্লা-৯ কে পুনর্বহাল করে স্বতন্ত্র আসনের দাবিতে লং মার্চের শেষে তিনি এ
কথা জানান ।
তিনি বলেন, তৎকালীন নির্বাচন কমিশনার ও কতিপয় প্রশাসনিক
কর্মকর্তা যোগসূত্রে চক্রান্ত করে কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন আসনে
বিএনপিকে হারানোর জন্য আসন পুনর্বিন্যাস করে। তারা বেআইনিভাবে ভুল ব্যাখ্যা
দিয়ে এই আসন পুনর বিন্যাস করেছে - এজন্য যত মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে,
নির্বাচনী ব্যয় অপচয় হয়েছে এবং মানুষের প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে
সেগুলোর সবকিছুর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে
মার্চ শেষে কুমিল্লা
নগরীর আদালত মোড়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার বিএনপির সমরিত
নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লং মার্চ টি নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা থেকে
লালমাই উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক
হয়ে কুমিল্লার ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। পরে কুমিল্লার সাবেক নয় নির্বাচনে
এলাকা পুনর বহাল রাখার দাবিতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল
তালুকদার এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিএনপি'র নেতা শাহ মোহাম্মদ সেলিম, ওবায়দুল কাদের মোহন, সাবেক কাউন্সিলর
শাহ আলম, খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা এডভোকেট
আক্তার হোসেন, মাইনুল হাসান রিপন প্রমুখ।