সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১
"চক্রান্ত করে আসন বিন্যাসের অভিযোগে পূর্ববর্তী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার ঘোষনা"
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ
তানভীর দিপু:
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১:১৫ এএম |

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ


চক্রান্ত করে নির্বাচনী আসন বিন্যাসের অভিযোগে ২০০৮ সালের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষনা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 
ভৌগলিক ও প্রশাসনিক অখন্ডতা এবং জনসংখ্যা ও প্রকাশ সংখ্যার ভিত্তিতে সাবেক কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা - কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক অংশ বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড তথা সাবেক নির্বাচনী এলাকা-২৫৬ কুমিল্লা-৯ কে পুনর্বহাল করে স্বতন্ত্র আসনের দাবিতে লং মার্চের শেষে তিনি এ কথা জানান । 
তিনি বলেন, তৎকালীন নির্বাচন কমিশনার ও কতিপয় প্রশাসনিক কর্মকর্তা যোগসূত্রে চক্রান্ত করে কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন আসনে বিএনপিকে হারানোর জন্য আসন পুনর্বিন্যাস করে। তারা বেআইনিভাবে ভুল ব্যাখ্যা দিয়ে এই আসন পুনর বিন্যাস করেছে - এজন্য যত মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে, নির্বাচনী ব্যয় অপচয় হয়েছে এবং মানুষের প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে সেগুলোর সবকিছুর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে 
মার্চ শেষে কুমিল্লা নগরীর আদালত মোড়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার বিএনপির সমরিত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লং মার্চ টি নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা থেকে লালমাই উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লার ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। পরে কুমিল্লার সাবেক নয় নির্বাচনে এলাকা পুনর বহাল রাখার দাবিতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র নেতা শাহ মোহাম্মদ সেলিম, ওবায়দুল কাদের মোহন, সাবেক কাউন্সিলর শাহ আলম, খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা এডভোকেট আক্তার হোসেন, মাইনুল হাসান রিপন প্রমুখ।
















সর্বশেষ সংবাদ
মুক্তিযোদ্ধার গলায় জুতার মামলা
‘নির্বাচনে কারা আসবে সিদ্ধান্ত নেবে ইসি’
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে লংমার্চ
লাকসামে মাটিখেকোদের থাবা এবার খালপাড়ে, ৪টি অবৈধ ট্রাক্টর জব্দ
কুমিল্লায় দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মাতৃভান্ডারের রসমালাইয়ে মাছি-তেলাপোকা!
মুক্তিযোদ্ধার গলায় জুতার মামলা
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৪
বাইক চালকের ‘কিল-ঘুষিতে’ অটোচালকের মৃত্যু:
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২