১৫
শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা আকবর আলী রেজভী শেরে গাজী এর স্মরণে
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার
শরীফে দুইদিন ব্যাপী বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের মাহফিল
কমিটির মহাপরিচালক খলিফা গাজী ফারুক হোসাইন রেজভী জানান,
বৃহস্পতিবার-শুক্রবার মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে দুইদিন ব্যাপী
বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ব্যাপক আয়োজনে মাহফিলের সকল
প্রস্তুতির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন
আলোকিত করিবেন ১৫ শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা গাজী আকবর আলী রেজভী
সুন্নী আল- ক্বাদরী এর সুযোগ্য ও সুদক্ষ অন্তরপ্রিয় নাতি আশেকে রাসুল
মাশুকে এলাহী শাহ সুফী হযরত মাওলানা কাজী আব্দুল মালেক রেজভী সুন্নী
আল-ক্বাদেরী (মাঃ জিঃআঃ) রেজভীয়া দরবার শরীফ, সতরশীর, নেত্রকোণা। সভাপতির
আসন আলোকিত করিবেন ১৫ শতাব্দীর মোজাদ্দিদ হযরতুল আল্লামা গাজী আকবর আলী
রেজভী সুন্নী আল- ক্বাদরী এর সুযোগ্য খলিফা ও মাশরা রেজভীয়া হোসাইনীয়া
দরবার শরীফের পীর শাহ্ সুফী হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী
আল্ ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)। উক্ত মাহফিলে ওয়াজ করিবেন মাশরা রেজভীয়া
হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাও.মুফতি শহীদুল্লাহ্ শাহ
রেজভী সুন্নী আল ক্বাদরী। কুমিল্লা দারোগা বাড়ি জামে মসজিদের খতিব হযরত
মাও. ইয়াছিন নূরী সুন্নী আল ক্বাদরী,ব্রাহ্মণপাড়ার অলুয়া ইসলামীয়া আলিম
মাদ্রাসার প্রভাষক হযরত মাও.মুফতী আবু কাউছার রেজভী আল ক্বাদরী, বুড়িচং
নানুয়া বাজার রেজভীয়া হোসাইনীয়া সুন্নীয়া জামে মসজিদের খতিব হযরত
মাও.শাহাদাত হোসাইন রেজভী,হযরত মাওলানা মুফতী বাহাউদ্দিন রেজভী, হবিগঞ্জ,
সিলেট।রেজভীয়া তা'লিমুল সুন্নাহ জামে মসজিদের খতিব হযরত মাও.হাফেজ নাজমুল
হাসান রেজভী, মাশরা ফকিরবাজার,বুড়িচং। হযরত মাও.বাহার উদ্দিন জালালী,
জালালীয়া দরবার শরীফ, কেশতলা, লাকসাম। হযরত মাওলানা হাফেজ গোলাম জাকারিয়া
রেজভী সুন্নী আল ক্বাদরী, খতিব কুতুবনগর, কুমিল্লা। হযরত মাও.আনাছ হোসাইন
রেজভী অলিপুর, কুমিল্লা। উক্ত ওরস্ মোবারকে বহু ওলামায়ে কেরাম ও বিশেষ
অতিথিবৃন্দ উপস্থিত থাকিবেন।