নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন
কায়সারের মা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ
ইয়াছিনের শাশুড়ি হাজেরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জামবাড়ি মাজার মাঠে জানাজা
শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৪
ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালে তিনি মারা
যান। একইদিন মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
বুধবার
বাদ জোহর নিজাম উদ্দিন কায়সারের মা হাজেরা খাতুনের জানাজায় বিএনপির এবং
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী
আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন
মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবায়তুল বারী আবু, কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির
সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক
ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম
আহ্বায়ক ভিপি জসিম উদ্দিন, ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব রাশেদুল হাসান,
কুমিল্লা সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব সফিউল আলম
রায়হান এবং কুমিল্লা টাউন হল অ্যাডহক কমিটির সদস্য সাজ্জাদুল কবিরসহ শতশত
শতশত রাজনৈতিক নেতাকর্মী স্থানীয় বাসিন্দারা এবং আত্মীয়-স্বজন।