প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:২৬ এএম |
নিজস্ব
প্রতিবেদক:আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষ্যে এ মাসেই চট্টগ্রাম ও
কুমিল্লায় মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করতে যাচ্ছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৪
ডিসেম্বর) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সাক্ষরিত এক অফিস আদেশ
থেকে এ তথ্য জানা গেছে। গত ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর এই সিইসির ঢাকার
বাইরেও এটিই প্রথম সফর।
অফিস আদেশে জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর
চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিনি মতবিনিময় সভায় অংশ নেবেন।
সেখানে এই অঞ্চলেন নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন। পরদিন ৩১ ডিসেম্বর
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে একই বিষয়ে এ অঞ্চলের
নির্বাচন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন সিইসি। এরপর তিনি জাতীয়
পরিচয়পত্র (এনআইডি) সার্ভার স্টেশনের ডিজাস্টনর রিকভারি সিস্টেম পর্যবেক্ষণ
করবেন। এসব সভায় ভোটার তালিকা হালনাগাদ ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে
তিনি দিকনির্দেশনা দেবেন।
আগামী ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচনের
ইঙ্গিত দেয় সরকার। পরে সে ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন
থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার
সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত
দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত’।