বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধীভূক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে কুমিল্লায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এক দফা দাবি আদায়ে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন পোস্ট পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা।
এ সময় তারা ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা নির্ধারণ অথবা নবম গ্রেডের সমমানের বেতন ও ভাতার দাবি জানান।
কর্মসূচিতে অন্ততপক্ষে ৮৫ জন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসা কম সে গ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- ডাক্তার সিরাজুল আরাফিন, ডাক্তার রাসেল আহমেদ, ডাক্তার সাব্বির আহমেদ শিমুল, মীর মোহাম্মদ ফয়সাল, ডাক্তার গোলাম মোস্তফা মিলন, ডাক্তার সাঈদ খান, ডাক্তার শাফায়েত, ডাক্তার অদিতি বড়ুয়া ডাক্তার পুলক সিংহ প্রমুখ।
এ সময় তারা বলেন - বেসরকারি বিশেষজ্ঞ ট্রেইনি চিকিৎসকগন সরকারি মেডিকেল কলেজগুলোর সেবা প্রদানের অন্যতম সেনাপতি। ট্রেনিং পিরিয়ডে তারা সরকারি একজন মেডিকেল অফিসারের চেয়ে কম নয় বরং অনেক ক্ষেত্রেই বেশি সেবা দিয়ে থাকেন।
এই সকল বেসরকারি ট্রেইনিগন না থাকলে হাসপাতালের ইমার্জেন্সি সকল সেবা ব্যাহত হয়।
কিন্তু নামমাত্র ভাতা দিয়ে এদেরকে উচ্চতর ডিগ্রির ট্রেনিংয়ের নামে সরকার ব্যবহার করে আসছে। এই প্রাইভেট ট্রেইনিরা না থাকেলে এই সেবা দেয়ার জন্য সরকারকে ঠিকই বিসিএসএর মাধ্যমে আরও নবম গ্রেডের চিকিস্ক নিয়োগ দিতে হতো। এমতাবস্থায় সরকারের কাছে আমাদের দাবী,- প্রাইভেট বিশেষজ্ঞ ট্রেইনি চিকিৎসকদের পর্যাপ্ত বেতন/ভাতা নিশ্চিতে হয় এক দফা ৫০ হাজার টাকা মাসিক ভাতা অথবা নবম গ্রেডের সমমানের বেতন ও ভাতাতি প্রদান করতে হবে।