ম্যানচেস্টার
সিটির দুর্দশা কাটছেই না। একের পর এক ম্যাচে তারা পয়েন্ট হারিয়েই চলছে।
সবশেষ আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) রাতে ঘরের মাঠে এভারটনের কাছে
পয়েন্ট হারিয়েছে। আরলিং হালান্ডের পেনাল্টি মিসে ১-১ গোলে ড্র করেছে স্কাই
ব্লুজরা।
এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ
স্থানে আছে ম্যানসিটি। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে
লিভারপুল আছে শীর্ষে। ১৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে এভারটন আছে ১৫তম
স্থানে।
এভারটনের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায়
ম্যানসিটি। এ সময় জেরেমি ডকুর বাড়িয়ে দেওয়া বল থেকে বার্নার্ডো সিলভা বাম
পায়ের শটে দারুণ এক গোল করেন। তবে ৩৬ মিনিটের মাথায় সমতা ফেরায় এভারটন। এ
সময় তাদের ইলিমান এনদিয়ায়ে গোল করেন।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি পায়
ম্যানসিটি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হালান্ড। তার নেওয়া
শট রুখে দেন এভারটনের গোলরক্ষক।
এরপর উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেও গোলের দেখা পায়নি। তাতে ড্র ভিন্ন অন্য কোনো ফলও হয়নি।