শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১
নারী ক্রিকেট
দিলারার চমৎকার সেঞ্চুরি, জান্নাতুল-শারমিনের ফিফটি
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:১৫ এএম |





 


দারুণ কীর্তিতে নিগার সুলতানা ও ফারজানা হকের সঙ্গী হলেন দিলারা আক্তার। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে সেঞ্চুরির দেখা পেলেন তরুণ ওপেনার। সঙ্গে জান্নাতুল ফেরদৌস, শারমিন আক্তারের পঞ্চাশছোঁয়া ইনিংসে বড় সংগ্রহের পথে ইস্ট জোন।
একই দিন অন্য ম্যাচে নর্থ জোনকে ২৩৮ রানে গুটিয়ে দিয়েছে সাউথ জোন। পরে তারা হারিয়েছে ২ উইকেট।

দিলারার সেঞ্চুরিতে তিনশ ছাড়িয়ে ইস্ট জোন

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনে ১০০ ওভারে ইস্ট জোনের সংগ্রহ ৮ উইকেটে ৩১৬ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শম্পা আক্তারের উইকেট হারায় ইস্ট জোন। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে চাপ সামাল দেন দিলারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। দুজন মিলে যোগ করেন ১৫৪ রান।
তিন অঙ্ক ছোঁয়ার একটু পরই নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন দিলারা। ১১ চার ও ২ ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন তরুণ ব্যাটার।
জান্নাতুলের ব্যাট থেকে আসে ১০ চারে ১৭০ বলে ৬৫ রান। চার নম্বরে নেমে ১০ চারে ৯৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন শারমিন।
সেন্ট্রাল জোনের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। লতা মণ্ডলের শিকার ২টি।
সংক্ষিপ্ত স্কোর
ইস্ট জোন ১ম ইনিংস: ১০০ ওভারে ৩১৬/৮ (দিলারা ১০২, শম্পা ২, জান্নাতুল ৬৫, শারমিন ৬২, ফাহিমা ২৩, তাজ ১১, শরিফা ৮, ফারজানা ৬*, আশরাফি ৪, সুরাইয়া ১৩*; পূজা ৮-৩-১১-১, নাহিদা ১৯-৪-৬৪-৩, দিশা ৫-১-২৪-০, ফুয়ারা ১৭-২-৫০-০, লতা ১৭-৩-৪৮-২, স্বর্ণা ১৫.৪-৩-৫৪-১, সুবর্ণা ১৭,২-৪-৪৫-১, শারমিন ১-১-০-০)

মিষ্টি ৪৭, সালমা ৩ উইকেট
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানে গুটিয়ে গেছে নর্থ জোন। জবাবে ১৮ ওভারে সাউথ জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নর্থ জোন। চতুর্থ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়েন মিষ্টি সাহা ও সোবহানা মোস্তারি।
৬ চার ও ২ ছক্কায় ৭৬ বলে দলের সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন মিষ্টি। সোবহানার ব্যাট থেকে আসে ৩১ রান।
পরে রিতু মনি, মারুফা আক্তার, লাবনী আক্তারদের ছোট ছোট ইনিংসে দুইশ পেরিয়ে যায় নর্থ জোন।
সাউথ জোনের হয়ে ১৭ ওভারে ১০ মেইডেনসহ মাত্র ২২ রান খরচায় ৩ উইকেট নেন সালমা খাতুন।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আয়েশা রহমান ও রুবাইয়া হায়দারের উইকেট হারায় সাউথ জোন। ৩০ রানে অপরাজিত আছেন শামিমা সুলতানা।
সংক্ষিপ্ত স্কোর
নর্থ জোন ১ম ইনিংস: ৮০.৩ ওভারে ২৩৮ (ইশমা ২৪, ফারজানা ২২, শারমিন ৪, মিষ্টি ৪৭, সোবহানা ৩১, রিতু ২৬, অচেনা ২, জান্নাতল ১৭, মারুফা ১৮, লাবনী ২৫, ফারিহা ৮*; রুপা ১০-২-৩৫-১, প্রীতি ২-০-১৪-০, সালমা ১৭-১০-২২-৩, সানজিদা ১৪-৪-৫৩-২, রাবেয়া ১১.৩-৩-২৭-১, সুলতানা ১১-৩-৩২-২, রুমানা ১৫-৪-৪৫-১)
সাউথ জোন ১ম ইনিংস: ১৮ ওভারে ৫১/২ (শামিমা ৩০*, আয়েশা ৯, রুবাইয়া ০, রুমানা ৮*; মারুফা ৭-২-১৭-১, ফারিহা ৪-২-৬-১, মিষ্টি ১-০-৯-০, রিতু ৪-০-৮-০, লাবনী ১-০-৬-০, জান্নাতুল ১-০-১-০)













সর্বশেষ সংবাদ
২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
কুমিল্লা আসছেন সিইসি
দীর্ঘ তের বছর পর ২৮ ডিসেম্বর দেশে ফিরছেন কায়কোবাদ
এক দফা দাবি আদায়ে কুমিল্লা মেডিকেলে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরেই জাহাজে সাত খুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২