কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন প্রেসার সুইং অ্যাডসোর্পশন (পিএসএ) প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার
(২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে ওই অক্সিজেন
প্লান্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ও
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (সিডিসি) ডা.
মাকসুদা খানম।
এই অক্সিজেন প্লান্ট স্থাপনের ফলে চান্দিনা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের ২৯টি হাসপাতালের মধ্যে জায়গা করে নিয়েছে।
হাসপাতালটিতে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করার লক্ষ্যে
ইউএনওপিএস তাদের অংশীদার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি), ডিরেক্টরেট
জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস), ন্যাশনাল ম্যালেরিয়া নির্মূল
প্রোগ্রাম (এনএমইপি) এবং গ্লোবাল ফান্ড টু ডাইট এইডস, টিউবারকিউলোসিস
অ্যান্ড ম্যালেরিয়ার অর্থায়নে অক্সিজেন প্লাট নির্মাণ করছে।
পিএসএ
প্লান্টের কার্যক্রম, মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদনের ক্ষমতা এবং এর
ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করে এ অক্সিজেন প্লান্ট সম্পর্কে স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (সিডিসি) ডা. মাকসুদা খানম
বলেন- পিএসএ প্লান্টটি স্থানীয় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারি
প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগটি দেশের ৮২
লাখেরও বেশি মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।
সকল নাগরিকের জন্য টেকসই ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে
স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি করবে। এখন পর্যন্ত ২৯টির মধ্যে ২৭টি পিএসএ
অক্সিজেন প্লান্ট নির্মাণ সম্পন্ন করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা
হয়েছে। বাকি দুটি প্লান্ট চলতি বছরের শেষ নাগাদ হস্তান্তর করা হবে।
পিএসএ
প্লান্টের ব্যবস্থাপনা সম্পর্কে তিনি আরও বলেন, এর উচ্চমান ও সম্ভাবনা
আমাকে আশাবাদী করেছে। এটি ব্যয়-সাশ্রয়ী হলেও অত্যন্ত কার্যকর প্রযুক্তি, যা
হাসপাতালের সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত
ছিলেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর
রহমান, ইউএনওপিএস প্রোজেক্ট ম্যানেজার ইনফিয়াজ হায়দার সহ আরও সংশ্লিষ্ট
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।