বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় কুমিল্লার
তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন ৪নংওয়ার্ড জামায়াতে ইসলামী সাধারণ সভা ও
কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকালে উত্তর বলরামপুর দারুছ ছুন্নাহ
এতিমখানা কমপ্লেক্সে মাঠে অত্র ওয়ার্ডে জামায়াতে ইসলামী সভাপতি মো:
মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী তিতাস
উপজেলা শাখার আমীর ই›িজনিয়া শামীম সরকার বিজ্ঞ।
বিশেষ অতিথি ছিলেন
জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার সেক্রেটারি মো: সালাউদ্দিন সরকার,
বলরামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ক্বারী মো: আবুল হোসেন, সেক্রেটারি
মাওলানা আব্দুল বারী, উত্তর বলরামপুরের সমাজ সেবক মো: ইঞ্জিনিয়ার আলি
আহমেদ।
তিতাস উপজেলা শাখার বলরামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী
সেক্রেটারি হাফেজ মাওলানা মো: আরিফুর রহমানের পরিচালনায় অনান্যদের মধ্যে
আরো উপস্থিত ছিলেন দক্ষিণ বলরামপুরের মীর তফাজ্জল হোসেন, ঐচারচরের মো:
সেলিম স্যার, উলুকান্দি মো: শাহাবুদ্দিন, কালাই গোবিন্দ পুর মো: ইকবাল
হোসেন।
জামায়াতে ইসলামী বলরামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে যারা দায়িত্ব পেলেন
সভাপতি মো: মিজানুর রহমান, সহ-সভাপতি মো: বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ
মো: আরিফুল ইসলাম, সহ সেক্রেটারি মো: মোজাম্মেল স্বর্নকার, বায়তুল মাল
সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মো: আব্দুর রহিম,সহ প্রচার
সম্পাদক মো: সোহাগ মোল্লা, মো: সুজন, মো: সিপন সরকার, ক্রিয়া সম্পাদক মো:
ইয়াছিন সরকার, অফিস সম্পাদক মো: বাহার উদ্দিন, স্বাংস্কৃতিক সম্পাদক মো:
রমজান মোল্লা।
৪নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী প্রবাসী কল্যাণ কমিটিতে
যারা স্থান পেয়েছেন সভাপতি মো: রিদয় হাসান, সহ-সভাপতি মো: উজ্জল মাঝি,
সাধারণ সম্পাদক মো: কামাল সরকার, সহ সাধারণ সম্পাদক মো: শামীম ইসলাম
প্রমুখ।