উপসচিব
পদে কোটার অবসানসহ চার দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি
অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০
শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে
নেওয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। আমরা এই প্রস্তাব
প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে
পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে,
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা
নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ
হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে আমাদের সন্তানেরা,
ভাইয়েরা প্রাণ দিয়েছে। কিন্তু প্রশাসন ক্যাডাররা আজও সবার মাথার ওপর ছড়ি
ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা হতে পারে না।
মানববন্ধনে
বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ,
কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, মৎস্য সম্প্রসারণ
অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন, ডা. তাসলিমা বেগম, জেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন পোদ্দার এবং বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা
জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। কর্মসূচিতে ২৫টি ক্যাডারের
শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।