চৌদ্দগ্রাম
পতিনিধি : জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য
কাজী নাহিদ বলেন - কাজী জাফর আহমেদ তার ৪০বছরের রাজনীতির সময় চৌদ্দগ্রামে
যখনই অন্যায় অবিচার খবর পেতেন সাথে সাথে প্রতিবাদ জানিয়ে চৌদ্দগ্রাম বাসির
পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ ১৭ টি বছর বিভিন্ন রাজনৈতিক দলের উপর ফ্যাসিস্ট
শেখ হাসিনা সরকার স্টিম রোলার চালিয়ে অনেক নেতা কর্মীদেরকে হত্যা ও গুম
করেছেন।
আমার চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আম্মদের অসমাপ্ত
কাজগুলো শেষ করতে পারি এজন্য আমি কাজী নাহিদ আপনাদের কাছে এসেছি আপনাদের
দোয়া চাই। আমাকে আগামীতে আপনাদের পাশে রাখেন ইনশাআল্লাহ চৌদ্দগ্রাম অন্যায়
অবিচার অত্যাচার থাকবে না, বেকার যুবক থাকবে না, রাজনৈতিক ও ক্ষমতার
পরিবর্তনে কাউকে গ্রাম ছাড়া হতে হবে না। কাজে জাফর আহমেদ বলেছিলেন
চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলা একতা এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো, এখানে কোন
দলাদলি, চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না। বাসযোগ্য একটি চৌদ্দগ্রাম বিনির্বাণ
করব।
আপনাদেরকে সাথে নিয়ে এই চৌদ্দগ্রামের সকল সমস্যার সমাধান করব
ইনশাল্লাহ। তিনি গতকাল কাশিনগর বাজার গণসংযোগ - শ্রীপুর ইউনিয়ন বাকগ্রামে
উঠান বৈঠকে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির
আহবায়ক কাজী শহীদ, কাশিনগর জাতীয় পাটির নেতা লুৎফুর রহমার, মাহাবুব আমল,
আবদুর রশিদ, আবদুল রহমান মজুমদার, আমিনুল ইসলাম, আবদুল ছালাম, মুসলিম
উদ্দিন বাচ্চু, আর্মি আবুল কাসেম, সাবেক মেম্বার হারুন রশিদ, খায়রুল আলম
বাসার, কাশিনগর ইউনিয়ন যুবংহতির নেতা সেলিম মিয়া, মনিরুল ইসলাম , কবির
হোসেন, সাইফুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পাটির নেতা আবুল কাশেম, হারুন
রশিদ, দুলাল মিয়া, আবুল হাসেম, মনোয়ার হোসেন, ভাইয়াতুন নবী, আনোয়ার হোসেন,
আব্দুল করিম প্রমুখ।