প্রায়
সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক
সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে
কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৬
ডিসেম্বর) কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মেহনাজ
রহমান এর আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম
ভূইয়া বাদী হয়ে এ মামলা রুজু করে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ
সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া জানান সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের
২০২২ - ২০২৩ ও ২০২৩ - ২০২৪ কার্যকালে উভয়ে মিলে ৪ কোটি ২৪ লক্ষ ৭শত ২০
টাকা আত্মসাত করেন।
মামলা রুজু পরে কুমিল্লা আইনজীবী সমিতির বিজ্ঞ
সদস্যরা আদালত চত্বরে প্রতিবাদ ও মিছিল করেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা
আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলার সাবেক পিপি
জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুস সাহাদাত,
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন
ফেরদৌস, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী,যুগ্ম সাধারণ
সম্পাদক এডভোকেট মোঃ জাকির হোসেন, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মনির
হোসেন পাটোয়ারী,এডভোকেট এনামুল হক কাজল,এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট
সফিউল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা বলেন, আইনজীবী সমিতির টাকা কারো
সম্পত্তির নয় এ টাকা সকল আইনজীবীরার। এ টাকা যারা আত্মসাৎ করেছে তাদেরকে
দ্রুত আইনের আওতায় আনা হোক।