শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১
দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে ভারত
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ এএম |




স্টিভেন স্মিথের ১৪০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১২২.৪ ওভারে ৪৭৪ রান সংগ্রহ করেছে। জবাব দিতে নেমে ৫১ রানেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।
কিন্তু ভারতকে আশা দেখান যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ১০২ রান যোগ করেন। এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তাতে ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। ঋষভ পন্ত ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার সকালে আবারও ব্যাট করতে নামবেন। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ৩১০ রানে।
দলীয় অষ্টম রানেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। প্যাট কামিন্সের বলে বোল্যান্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত (৩)। ৫১ রানের মাথায় ফেরেন লোকেশ রাহুলও। কামিন্সের বলে বোল্ড হয়ে যান তিনি। ৩ চারে ২৪ রান করেন রাহুল।
সেখান থেকে জয়সওয়াল ও কোহলি মিলে দলীয় সংগ্রহে ১০২ রান যোগ করেন। ১৫৩ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন জয়সওয়াল। ১১টি চার ও ১ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তুর্কি।
এরপর ১৫৪ রানে কোহলিও ফিরেন সাজঘরে। বোল্যান্ডের বলে আলেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কোহলি ৪ চারে ৩৬ রান করে যান। নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপ অবশ্য ১৩ বল খেলে কোনো রান না করেই আউট হন। তার উইকেটনিও নেন বোল্যান্ড। ভারতের রান তখন ১৫৯। এরপর পন্ত ও জাজেদা দিন শেষ করে আসেন।
তার আগে ৮৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল অজিরা। স্মিথ ৬৮ ও প্যাট কামিন্স ৮ রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনে স্মিথ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে নিজের ১১তম সেঞ্চুরি। ১৬৭ বলে ৯টি চার ও ২ ছক্কায় শতক তুলে নেন তিনি।
আর কামিন্স ৪৯ রান করে আউট হন। স্মিথ আউট হওয়ার আগে ১৯৭ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১৪০ রানের ইনিংস খেলে যান। এছাড়া মিচেল স্টার্ক ১৫ ও নাথান লায়ন ১৩ রান করেন। তাতে অস্ট্রেলিয়া ৪৭৪ রানের সংগ্রহ পায়।
আগের দিন স্যাম কনস্টাস ৬০, উসমান খাজা ৫৭, মার্নাস ল্যাবুশেন ৭২ ও আলেক্স ক্যারি করেন ৩১ রান। বল হাতে জাসপ্রিত বুমরাহ ৯৯ রানে ৪টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ৭৮ রানে নেন ৩টি উইকেট। আর আকাশদীপ ৯৪ রানে শিকার করেন ২ উইকেট।














সর্বশেষ সংবাদ
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
দাউদকান্দিতে মোটরসাইকেল থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করে তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
ব্রাহ্মণপাড়ায় আলোচিত শফিউল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে আরেক মামলা
২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর মামলা
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২