কুমিল্লার হোমনায় উদীচী শিল্পীগোষ্ঠী'র প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে
বাংলাদেশ বেতারের গীতিকার কবি আহমেদ উল্লাহকে সভাপতি, হোমনা শিল্পকলা
একাডেমীর অধ্যক্ষ শান্তি রঞ্জন সূত্রধরকে সাধারণ সম্পাদক ও কবি দেলোয়ার
হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোপাল জিওর আখড়া মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে
বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার কথাসাহিত্যিক কবি আহেমদ উল্লাহর
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা
সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।
কবি দেলোয়ারের সঞ্চালনায় এসময় অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন
রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক
কাকুলী দত্ত, বীর মুক্তিযোদ্ধা সৈকত হোসেন বাবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক যুগল
কিশোর ভৌমিক, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ
জামান শুভ, সাংবাদিক হালিম সৈকত।
প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বাবু রতন পোদ্দার, মোঃ দাদন মিয়া,
মোঃ আবুল কাশেম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ভূঁইয়া,
কোষাধ্যক্ষ বিনারাণী দেবী, সংগীত সম্পাদক কৃষ্ণা রাণী, দপ্তর সম্পাদক
মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ আলম, নৃত্য সম্পাদক আইরিন আক্তার ডেইজী,
সম্মানিত সদস্য মোঃ ইকবাল হোসেন সজিব, রিয়াজুল হক মানিক, সালাউদ্দিন সরকার,
জাকির হোসেন, দীপক সূত্রধর, গীতা রাণী, ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে
জাতীয় পতাকা উত্তোলন করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে
অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং সফল অনুষ্ঠান শেষে উদীচী শিল্পীগোষ্ঠী
হোমনা শাখার শিল্পীবৃন্দদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত ও নৃত্য
পরিবেশন করা হয়।