কুমিল্লা
দিশাবন্দে বেসরকারি সংস্থা সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা
হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ‘স্বাস্থ্য সকল সুখের মূল’
প্রতিপাদ্যকে ধারণ করে দিশাবন্দ ডি.কে আইডিয়াল স্কুল মাঠে এ মেডিকেল
ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চৌয়ারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া ইয়াসমিন, সেইভ আর্থ
অর্গানাইজেশনের নিবার্হী পরিচালক মো: মাহমুদুল হাসান, চিফ অপারেটিং অফিসার
আফরিন খন্দকার, ডিরেক্টর মেহেদী হাসান, চিকিৎসক ডা: মিলন, ডা:
সোহরাওয়ার্দী, ডা: সাখাওয়াত হোসেন, ডা: আশরাফ হোসেনসহ প্রমুখ।
ক্যাম্প
পরিচালনাকারী মো: সাকিব হোসেন জানান, ‘শীতে রোগবালাই বৃদ্ধি পাওয়ার সাথে
সাথে বাড়ছে বিভিন্ন চর্মরোগের উপদ্রব। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর
চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করা
হয়েছে। আশা করি মানুষ উপকৃত হবে।’
সকাল থেকে ২টা পর্যন্ত অভিজ্ঞ
ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও
ফিজিওথেরাপি সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে রক্ত, ডায়াবেটিস ও
প্রেসার পরীক্ষা করা হয়েছে। এছাড়া বিনামূল্যে স্যালাইন সামগ্রী বিতরণ করা
হয়েছে।
সেইভ আর্থ অর্গানাইজেশনের প্রচার সম্পাদক রবিউল হাসান জানান,
‘মানুষ মানুষের জন্য। বিনা চিকিৎসায় কোনো মানুষ যাতে মারা না যায় সেটি
আমাদের লক্ষ্য। বাংলাদেশের প্রত্যেক নাগরিক চিকিৎসা সেবা পাবে এটিই আমরা
বিশ্বাস করি।’
কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের আওতাধীন
দিশাবন্দ ডি.কে আইডিয়াল স্কুলে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ডি. এইচ
হসপিটালের সহযোগিতায় মেডিসিন, শিশু, গাইনী, এবং সার্জারি বিশেষজ্ঞ
ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
সেইভ আর্থ অর্গানাইজেশন জনগণের
কল্যাণে তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লা শহর কেন্দ্রিক
গড়ে উঠা এ সংস্থাটি বৃক্ষরোপণ, গরীব দুস্থদের ঘর নিমার্ণ, অসহায় নারীদের
স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন উপহার সহ বহুমুখী কার্যক্রম পরিচালনা
করছে।