কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র শফিউল্লাহকে চুরিকাঘাতে হত্যা মামলায় এজহারনামীয়
এক আসামিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৭
ডিসেম্বর) উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন, উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী ও ঘাতক হৃদয়ের মা রিনা আক্তার ( ৪০ )।
উল্লেখ্য
,গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম পাড়ায়
ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে শফিউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
শফিউল্লাহ ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ একাদশ
শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের পিতা ডাব বিক্রেতা এরশাদ মিয়া
বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা
মামলা দায়ের করেন। এ দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের
শেষে শফিউল্লাহ লাশ নিজ বাড়িতে এলে মোশাররফ হোসেন খান চৌধুরী
বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও তার স্বজনরা নিহতের বাড়িতে তাকে
শেষ বিদায় জানায়।এবং তার নৃশংস হত্যার বিচার চায়। শুক্রবার বাদ আসর নিহত
শফিউল্লাহ জানাযায় নামাজ শেষ সদর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন
করে।
এ ব্যপারে নিহতের পিতা ডাব বিক্রেতা এরশাদ মিয়া বলেন, আমি কিছুই
চাইনা শুধু আমার অবুঝ ছেলের হত্যার সঠিক বিচার চাই। আমার নিরপরাধ ছেলেকে
যারা হত্যা করেছে তাদেরকে যেন ফাঁসি হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী
কর্মকর্তা এস আই শিশির ঘোষ বলেন অভিযান চালিয়ে মামলার এজারনামীয় এক আসামীকে
গ্রেপ্তার করা হয়েছে। আশা করি অন্যান আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া
চলছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন,
অভিযান চালিয়ে শফিউল্লাহ হত্যা মামলার এজহারনামীয় এক আসামিকে তার নিজ বাড়ি
থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এজহারনামীয় ও অন্যান্য আসামিদের
গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তির মাধ্যমে
অভিযান চালিয়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব ।