রোববার ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১
কুমিল্লায় আবাহনী ও গাজীপুরে রহমতগঞ্জ জয়
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ এএম |



ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে উড়িয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
সাদামাটা জয় আবাহনীর, রহমতগঞ্জের গোলোৎসব ।
 শুরু থেকে শেষ পর্যন্ত সাবধানী ফুটবল খেলল আবাহনী। আরমান ফয়সাল আকাশ দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন শাহরিয়ার ইমন। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল আবাহনী। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোল উৎসবে মাতল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
প্রিমিয়ার লিগ টেবিলে এই দুই দলের মধ্যে চলছে দ্বিতীয় স্থানে থাকার লড়াই। ১২ করে পয়েন্ট নিয়ে চলতি বছরে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলল দুই দল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় আবাহনী। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুলেকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয় রহমতগঞ্জ। কদিন আগে ফেডারেশন কাপের লড়াইয়ে একই দলকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।
আবাহনীর চেয়ে বরং শুরুতে আক্রমণাত্মক ছিল পুলিশই। সপ্তদশ মিনিটে ভালো একটি সুযোগও পায় দলটি। কিন্তু বক্সের জটলার ভেতর থেকে আল-আমিন, দীপক ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন; পরে কাজেম শাহ কিরমানি শট নিলেও বল যায় বাইরে।
সাদামাটা খেলা আবাহনী ২৩তম মিনিটে এগিয়ে যায়। মাঝমাঠে এক ডিফেন্ডারকে কাটিয়ে মানিক মোল্লা দারুণ পাস বাড়ান আকাশকে, বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত কোনোকুণি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
বিরতির পর ৬০তম মিনিটে দ্বিতীয় প্রচেষ্টায় জালে বল জড়িয়েছিলেন আকাশ, কিন্তু অফসাইডের পতাকা ওঠে অনেক আগেই। এই অর্ধেও গোলমুখে কার্যকর হতে পরেনি পুলিশের আক্রমণভাগ।
শেষ দিকে ব্যবধান দ্বিগুণের চেষ্টা করতে থাকে আবাহনী। ৭৬তম মিনিটে ইমনের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৮৮তম মিনিটে ইমনের গোলেই জয় নিশ্চিত হয়ে যায় আকাশি-নীল জার্সিধারীদের। ডান দিক দিয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
দিনের অন্য ম্যাচে প্রথমার্ধেই যা একটু প্রতিরোধ গড়েছিল ফকিরেরপুল। স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে আকোবির তুরায়েভ সমতায় ফেরান তাদের। কিন্তু একপেশে দ্বিতীয়ার্ধে ফকিরেরপুল স্রেফ উড়ে যায় খড়কুঁটোর মতো।
৫৪তম মিনিটে রাজন হাওলাদারের গোলে ফের পিছিয়ে পড়ে ফকিরেরপুল। দলটির দুর্দশারও শুরু হয়। এরপর ৬৬ থেকে ৭২-এই ছয় মিনিটে তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং লক্ষ্যভেদ করলে বড় জয়ের ঘ্রাণ পেতে থাকে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পুরান ঢাকার দলটির হয়ে ব্যবধান আরও বাড়ান রাজন।















https://www.comillarkagoj.com/ad/1735450812_left-banner.gif
সর্বশেষ সংবাদ
নবান্ন উৎসবে ভাটা
সিসিএন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক
কুমিল্লায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ হাজার ইয়াবা পাচারকালে একই পরিবারের ৩ জন আটক
টাকা ছাড়া কিছুই বুঝতো না লোটাস কামাল --মনিরুল হক চৌধুরী
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২