রোববার ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১
দেবিদ্বারে বিনামূল্যে ৩শ’ চক্ষু রোগীর চিকিৎসা
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ এএম |

 
 দেবিদ্বারে বিনামূল্যে ৩শ’ চক্ষু রোগীর চিকিৎসা
কুমিল্লার দেবিদ্বারে ৩০০ চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা” নামে একটি সামাজিক সংগঠন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা। মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্ব পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিনামূল্যে চিকিৎসা সেবায়  আর্থিক সহযোগিতা করেছেন জিএফবি গ্রুপ ইউএসএ।
বিশিষ্ট ধারা ভাষ্যকার রাশেদুল আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) সামস্ উদ্দিন মো. ইলিয়াস, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাছির উদ্দিন, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সারোয়ার আকবর, জিএফবি গ্রুপ’ ইউএসএ’র চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন পাঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।বক্তব্যে সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দুস্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই সংস্থা গ্রামের অবহেলিত শিশুদের শিক্ষাবৃত্তি, আশ্রয়হীনদের ঘর উপহার, শীতবস্ত্র বিতরণ, কোরবানীর গোশত বিতরণ, দুই ঈদ ও রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন দুর্যোগে অসহায়দের খাদ্য বিতরণ করে আসছে। এই সংস্থার অর্থায়নে প্রায় ১৩ হাজার মানুষের  বিনামূল্যে চোখের ছানী অপারেশন করা হয়েছে। সারা দেশে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প ২৫১টি। ৫টি অসহায় পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বক্তব্যে বলেন, বন্ধু উন্নয়ন সংস্থা আসলে মানুষের পাশে বন্ধুর মতই এগিয়ে আসে। আমি তাদের কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন করেছি, আমি অভিভূত ও আনন্দিত। তারা মানুষের বিপদকালে এগিয়ে আসেন। আজ বিনামূল্যে চক্ষু শিবির এরই একটি অংশ। আমি আশা করব এমন মানবিক কাজগুলো যেন সব সময় অব্যহত থাকে। 
প্রসঙ্গত, বিনামূল্যে চক্ষু শিবিরে  ১৩ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক প্রায় ৩ শতাধিক চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যবস্থা, চশমা প্রদান এবং ব্যবস্থাপত্র ও ওষধ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।













https://www.comillarkagoj.com/ad/1735450812_left-banner.gif
সর্বশেষ সংবাদ
নবান্ন উৎসবে ভাটা
সিসিএন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
৫ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৩ জন আটক
কুমিল্লায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৭০
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ হাজার ইয়াবা পাচারকালে একই পরিবারের ৩ জন আটক
টাকা ছাড়া কিছুই বুঝতো না লোটাস কামাল --মনিরুল হক চৌধুরী
জেল-জরিমানায়ও থামছে না ফসলি জমির মাটি কাটা
১৩ বছর পর দেশে ফিরলেন কায়কোবাদ
১৩ বছর পর কায়কোবাদ দেশে আসছেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২