কুমিল্লা
জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
বয়কটের ঘোষণা দিয়েছেন সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি পদপ্রার্থী
তারেক কামাল ইমতিয়াজ। তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে নির্বাচন আইন
বহির্ভূতভাবে নতুন ব্যক্তিদেরকে সদস্য করে ভোটার বানানোসহ নানা অভিযোগ
তুলেছেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে।
মঙ্গলবার জেলা ব্রেড,
বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের সভাপতি
পদপ্রার্থী তারেক কামাল ইমতিয়াজ অভিযোগ করে বলেন, চলতি বছরের ৪ জানুয়ারি
সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে গেল বছরের ১৫ ডিসেম্বর
নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা প্রকাশ করার
কথা থাকলেও তা করা হয়নি। ৩৬ মাসের বকেয়া মাসিক চাঁদার স্থলে ১৮ মাসের
বকেয়া চাঁদা প্রদানের মাধ্যমে ভোটার হওয়া সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে
কিন্তু কিছু সংখ্যক লোকের চাপের কারণে উপদেষ্টা মন্ডলী ১৮ মাসের বকেয়ার
স্থলে ৪ মাসের বকেয়া চাঁদা গ্রহণের মাধ্যমে ভোটার করে নিচ্ছেন সাধারণ
সদস্যদেরকে।
সমিতির নিয়ম অনুযায়ী নতুন কোন সদস্য চার মাস স্থায়ী হলে
তবে সে ভোটার হতে পারবেন কিন্তু বর্তমানে তাৎক্ষণিক নতুন সদস্য করে ভোটার
বানানো হচ্ছে যা একেবারেই নিয়মবহির্ভূত।
তিনি অভিযোগ করে আরো বলেন,
তফসিল ঘোষণার আগে ভোটার ছিল ৬০জন। বর্তমানে ভোটার সংখ্যা ৮৩ জন। দফায় দফায়
নির্বাচন আইন বহির্ভূতভাবে এ ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। যেখানে তফসিল
ঘোষণার পর আর কোন ভোটার হওয়ার সুযোগ নেই, সেখানে নির্বাচনের আগ মুহূর্ত
পর্যন্ত আইন বহির্ভূতভাবে ভোটার বানানো হয় আমার বিপক্ষের প্রার্থীকে জয়
করার জন্য। নতুন এ ভোটারের ভোটের রিজার্ভ কাজ করবে আমার বিপক্ষের প্রারথীর
হয়ে যা সবারই জানা। যার কারণে এ সকল দূরভিসন্ধি মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ
স্বরূপ বিতর্কিত নির্বাচন বয়কটের ঘোষণা করি।