নিজস্ব
প্রতিবেদক।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৫ বারের নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল
হোসেন কায়কোবাদ। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের
বাসভবনে যান কায়কোবাদ। সাক্ষাৎ শেষে বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। শারীরিকভাবে অসুস্থ
হলেও মানসিকভাবে বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে। ছাত্র-জনতার
অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন
বেগম জিয়া। বলেন বিগত ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ এক দলীয় শাসন কায়েম করে
গণতন্ত্রকে হত্যা করেছে। আগামীতে সবার সম্মিলিত প্রয়াসে উন্নত ও সমৃদ্ধ
বাংলাদেশের শুভ সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। সুস্থতার জন্য
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ২৮ ডিসেম্বর তুর্কি থেকে
সৌদি আরব হয়ে ওমরা শেষ করে দীর্ঘ প্রায় ১৩ বছর পর দেশের মাটিতে পা রাখেন
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দেশে ফিরে সেদিনই তাঁর নির্বাচনী এলাকা
কুমিল্লার মুরাদনগরের হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে শেরে বাংলা নগরে
অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। উল্লেখ্য,
বিএনপির এ ভাইস চেয়ারম্যানকে ২০০৯ সালে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় এসে
উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ালে ২০১১ সাল থেকে তিঁনি দেশের বাইরে
থাকতে বাধ্য হন । দীর্ঘ এক যুগেরও বেশি নির্বাসিত জীবন শেষে তিনি দেশে
ফেরেন।