শনিবার ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে অন্তর্বতী সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে : কায়কোবাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১২:৫৬ এএম |

 সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে  সন্তুষ্ট করতে পারলে অন্তর্বতী সরকারের  নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে : কায়কোবাদ

মুরাদনগর সংবাদদাতা: সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনকে সন্তোষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বতী সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। 
এসময় তিনি আরো বলেন মিথ্যা মামলায় যারা কারাগারে আছে তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভাল কাজ হবে। 
ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহন করবেন এবং কথা বলবেন। জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে চলতে হবে। যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে। 
কায়কোবাদ দীর্ঘ তেরো বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন। বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়ী বহরটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে।
দীর্ঘদিন পর মুরাদনগরে এসে শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।
শোকরানা ও দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল ভূইয়া, আজিজ মোল্লা, আমজাদ আলী তছু সহ বহু ওলামা একারাম গণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮শে ডিসেম্বর 
বাংলাদেশের মাটিতে অবতরন করেন। দল মত র্নিবিশেষে কায়কোবাদ দাদাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান ।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
তামিল সিনেমার ‘কুড়াল’ দেখা গেল মনোহরগঞ্জের সংঘর্ষে!
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২