নিজস্ব
প্রতিবেদক: নতুন বছরের শুরুর দিনে অল্প হলেও হাতে বই পেয়েছে শিক্ষার্থীরা।
যারা বই পেয়েছে তারা যেন খুশিতে আত্মহারা। তবে বাকি নতুন বই কবে আসবে তা
জানে না কেউ। কুমিল্লা জেলায় প্রাথমিকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৬
লাখ ৭৪ হাজার বই পাওয়া গেছে, যা মোর চাহিদার মাত্র ২১ শতাংশ। জেলায়
প্রাথমিকে বইয়ের চাহিদা ৩০ লাখ ৬৭ হাজারেরও বেশি।
জেলা শিক্ষা
কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর
বাংলা ইংরেজি ও গণিত বই আসা শুরু হয়েছে। যে বই পাওয়া যাচ্ছে তাই
শিক্ষার্থীদের বিতরণ করা হচ্ছে।
গতকাল বুধবার কুমিল্লার গুলবাগিচা মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়- বেলা ১১টার দিকে প্রথম ও দ্বিতীয়
শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। এরপর বেলা ১টার দিকে
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকগণ। তবে
অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরবর্তীতে বই বিতরণ করা হবে বলে
জানিয়েছেন শিক্ষকরা।