প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম |
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল কবীর নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইউসুফ ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কানাডা প্রবাসী বিএনপি নেতা আব্দুল হামিদ নুরু মিয়া, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবাল বাচ্চু, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আবু বক্কর ছিদ্দিক, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফউদ্দিন মাহমুদ লিটন, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন চৌধুরী, ইঞ্জি: আবু সুফিয়ান পারভেজ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাবলু, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবদল সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুন্না প্রমুখ। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ছাত্রদল আজমল হোসেন আজিম এর যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।
সভায় নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রদলের কারা নির্যাতিত সভাপতি নুরুল কবীর নুরুন্নবীসহ অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ ও কেক কেটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইউনিয়ন ছাত্রদল।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দলীয় ও দেশাত্মকবোধক গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা।