রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
রোমান-দিয়াও পাড়ি জমালেন আমেরিকায়!
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১২:২৭ এএম |


 

ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য সকল খেলার ক্রীড়াবিদরা আর্থিকভাবে তেমন স্বচ্ছল না। একদিকে আর্থিক অস্বচ্ছলতা, অন্যদিকে সামাজিক মর্যাদারও অভাব। এই দুই হতাশায় অনেক তারকা ক্রীড়াবিদ এক সময় ক্রীড়াঙ্গনও ছেড়ে দেন, আবার অনেকে থিতু হন বিদেশে। সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ আরচ্যারির দুই সেরা খেলোয়াড় রোমানা সানা ও দিয়া সিদ্দিকী।  
২০২১ সালে বাংলাদেশ আরচ্যারি দল বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ খেলতে আমেরিকায় গিয়েছিল। সেই দলে থাকা অসীম কুমার ও আব্দুল হাকিম রুবেল ইতোমধ্যে পাড়ি দিয়েছেন দেশটিতে। তাদের পথ অনুসরণ করে এবার আমেরিকায় গিয়েছেন রোমান-দিয়া দম্পতি। দুই জনের কারও এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠজন এবং আরচ্যারি সংশ্লিষ্টরা তাদের আমেরিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা ঘুরতে বা অন্য কোনো কাজে গেছেন নাকি স্থায়ী হওয়ার লক্ষ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।  
রোমান সানা বাংলাদেশ আনসারে চাকরি করতেন। খুব সামান্য অর্থই পেতেন। বিয়ের পর এই সামান্য অর্থ দিয়ে পরিবার চালানো তার পক্ষে কষ্টসাধ্যই ছিল। আরচ্যারি জাতীয় দলে থাকলেও অনুশীলন আর বিদেশ ভ্রমণ ছাড়া তেমন আর্থিক প্রাপ্তি ছিল না। ফলে এক সময় হতাশায় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন এবং ফেডারেশনের সঙ্গেও মনোমালিন্য হয় রোমানের। পরবর্তীতে অবশ্য অবসর ভেঙে খেলায় ফিরতে চেয়ে ফেডারেশনে ভিন্ন চিঠি দিয়েছেন। তবে এখনও তিনি জাতীয় দলে আর ফিরতে পারেননি।  
দিয়া সিদ্দিকী বাংলাদেশের অন্যতম সেরা নারী আরচ্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছিলেন। তার বাবা নীলফামারীর স্থানীয় সাংবাদিক। দিয়ার সঙ্গে রোমানের দাম্পত্যের বয়স প্রায় বছর দু’য়েক। এই সময়ের মধ্যে তারা বেশ বড় সিদ্ধান্তই নিলেন!  
বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক দিয়া-রোমানের বিষয়টি শুনে বেশ স্তম্ভিত, ‘তারা অবশ্যই বাংলাদেশের তারকা আরচ্যার। আমাকে এই বিষয়ে কিছু বলেনি। যদি এটা হয়েই থাকে শেষ পর্যন্ত, তাহলে এটা খুব বিস্ময়ের।’
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘(রোমান-দিয়া) ছুটিতে ছিল। তারা দেশের বাইরে যাচ্ছে শুনেছিলাম। কোন দেশে এবং কবে সে ব্যাপারে কিছু বলেনি।’















সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২