বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক
কেন্দ্রীয় সভাপতি মাওলানা মু. ইয়াছিন আরাফাত বলেছেন, আজকে ভারত বলছে
বাংলাদেশ দখল করতে নাকি ৪৮ ঘন্টার বেশি সময় লাগবে না। আমাদের ভূখন্ড ৫৬
হাজার বর্গমাইল ছোট একটি ভূখন্ড হতে পারে, আমাদের সৈন্য সংখ্যা তোমাদের
থেকে কম হতে পারে, কিন্তু যে বাংলাদেশের সবুজ জমিনে জামায়াতে ইসলামী ও
ছাত্রশিবির আছে এই ভূখন্ড ভারত কখনোও দখল করতে পারবে না। এদেশের ১৮ কোটি
মানুষ তাদের ইমান দিয়ে দেশ রক্ষায় লড়াই করবে।
বুধবার রাতে কুমিল্লার
লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের তুলাতলী বেলঘর সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলঘর উত্তর ইউনিয়নের
ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
সম্মেলনে উপস্থিত
সকলের উদ্দেশ্যে বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায়
প্রত্যেক মানুষ বলছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন
দেখেছি, বিএনপির শাসন দেখেছি, স্বৈরাচারের শাসন দেখেছি, তত্ত্বাবধায়কের
শাসন দেখেছি এবার আমরা জামায়াতে ইসলামীর শাসন দেখতে চাই। জনগণ যদি জামায়াতে
ইসলামীকে ম্যান্ডেট দেয়, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র
জনগণকে উপহার দিবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী শুধু কথায় বিশ্বাস করেনা,
জামায়াতে ইসলামী ইতিমধ্যে কাজে তা প্রমাণ করে দিয়েছে। জামায়াতে ইসলামী কথা
দিয়ে কথা রাখে, আপনারা যদি জামায়াতে ইসলামীকে ৩০০ আসনে ম্যান্ডেট দেন আমরা
আপনাদের দুর্নীতিমুক্ত ৩০০ জন এমপি ও দুর্নীতিমুক্ত ৫০ টি মন্ত্রণালয় উপহার
দেবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, গোটা জাতি আজকে যে মুক্তি পেয়েছে, এ
মুক্তি এমনিতে আসেনি। মাত্র ১টি মাসে ২০০০ এর বেশি ছাত্রজনতা জীবন দিয়েছে
আর ১৬ বছরে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে।
জামায়াতে
ইসলামী বেলঘর উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন
মজুমদার সভাপতিত্বে ও বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রটারী
মাওলানা আবুল বাশার মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূর, সাবেক আমীর মাওলানা এইচ.এম.
নুরুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, অর্থ
সম্পাদক মাওলানা কবির হোসেন, অফিস সেক্রেটারী মাওলানা মেছবাহুল ইসলাম, কবি
ফারুক আহমেদ, পেরুল দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা. হায়াতুন নবী,
বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডা. শাহ আলম প্রমুখ। সম্মেলনে
মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন ময়নামতি সাংস্কৃতিক সংসদ।