‘নেই
পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো
কুমিল্লার মুরাদনগরেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা
দপ্তর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য ওয়াকাথন উপজেলা পরিষদ থেকে শুরু
করে আল্লাহু চত্বর ঘুরে নজরুল মিলনায়তনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত কল্যাণ
রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ আবদুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে’র
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব
হাছান খান, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল
খোন্দকার, উপজেলা আইসিটি কর্মকর্তা রাফীদ উদ্দিন খান।
সহকারী শিক্ষক
শারমিন ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুরাদনগর হিলফুল
ফুজুল এতিমখানার পরিচালক মোস্তাাফিজুর রহমান, ছাত্র-জনতার পক্ষে নূসরাত
জাহান ও আরাফাত মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী
সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, নবীপুর তামিরুল মিল্লাত এতিমখানা
পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমীন ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার
সুপার মাওলানা আনম জসিম উদ্দিন মোল্লা।
মুক্ত আড্ডা শেষে ২টি ইভেন্টে
৬জনকে পুরস্কার এছাড়াও ৩০ জনকে সান্তনা পুরস্কার, ৩জন সুবর্ণ নাগরিককে
পরিচয়পত্র ও ৫০ হাজার করে ৩জনকে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।