নিজস্ব
প্রতিবেদক: দেশজুড়ে বিরাজমান ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনা রোধে চালকদের
গতির চিন্তা না করে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।
সাবধানতা অবলম্বনের জন্য চালকদের বিশেষ দিকনির্দেশনাও দিচ্ছেন মহাসড়কে
দায়িত্বরত হাইওয়ে পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাইওয়ে
পুলিশের ডিআইজি (অপারেশন্স) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, 'মহাসড়কে
ঘন কুয়াশা থাকলে দুর্ঘটনা ঝুঁকি বেড়ে যায়। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে
যাওয়ার ফলে প্রতিবছরই শীতকালে সড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যেতে দেখা যায়।
তাই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় হাইওয়ে পুলিশ
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করছে, এবং সড়কে চলাচলরত
যানবাহনের চালকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে।'
চালকদের উদ্দেশে তিনি বলেন, 'সবসময় মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবং একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।'
পাশাপাশি
কুয়াশায় যান-বাহন চালনা সংক্রান্ত নির্দেশনাগুলো সারাদেশের বিভিন্ন সড়ক ও
সেতুর টোল প্লাজায় মাইকিং করা হচ্ছে এবং বাস ও ট্রাক চালকদের নির্দেশনা
দিতে প্রতিদিনই বিভিন্ন টার্মিনালে পরিবহণ চালক ও মালিক সমিতির সঙ্গে
সচেতনতামূলক বৈঠক করা হচ্ছে বলেও জানান তিনি।
ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে যানবাহন চালানোর ক্ষেত্রে চালকদের জন্য হাইওয়ে পুলিশ যে সকল বিশেষ নির্দেশনা দিয়েছে:
১. উচ্চগতি পরিহার করা।
২. সামনের বাহনকে ওভারটেক না করা, বিশেষ প্রয়োজন হলে সামনের বাহনকে সিগনাল দিয়ে দেখে শুনে সতর্কতার সঙ্গে ওভারটেক করা।
৩. দিনের বেলায়ও চলাচলের সময় হেডলাইট জ্বালিয়ে রাখা, প্রয়োজন হলে ফগ লাইটের ব্যবহার করা।
৪. এমন আবহাওয়ায় বিশেষ প্রয়োজন ব্যাতীত হাইওয়েতে মোটরসাইকেল না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রাজধানী
ঢাকাসহ সারা দেশেই তাপমাত্রা নিম্নমুখী। সকাল থেকে ছিল ঘন কুয়াশার দাপট,
দেখা মেলেনি সূর্যের। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৩ ডিগ্রি
সেলসিয়াস। আর সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯
দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আরও দুই থেকে তিন দিন কুয়াশার এমন তীব্রতা থাকবে
বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।