নিজস্ব প্রতিবেদক : নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সময় আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার; এতে প্রতিবেদন জমা দিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবে এ কমিশন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এ বিষয়ক প্রজ্ঞাপনে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের এ মেয়াদ বাড়ানো হয়।
প্রজ্ঞাপনটি পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ফেইসবুক পেইজে তুলে ধরা হয়।
অন্তর্র্বতী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গঠিত ১১ সংস্কার কমিশনের মধ্যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কারে গত ৩ অক্টোবর এ কমিশন গঠন করা হয়েছিল।
সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের সংস্কার কমিশনের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। সে হিসাবে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও শুক্রবারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছিলেন বদিউল আলম।
এরমধ্যেই কমিশনের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল সরকার।
এ বিষয়ে জানতে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও কমিশনের সদস্য আব্দুল আলিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।