কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ জিয়াউর রহমান বীর উত্তম
মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের
যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা
যুবদলের যুগ্ম আহবায়ক শেখ রাজিব আহম্মেদ রানা, আহছান উল্লাহ, সদস্য গিয়াস
উদ্দিন আউয়াল শরীফ, এনামুল হক মজুমদার। উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন
মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদারের পরিচালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল
হাসনাত মিয়া মোঃ জোবায়ের, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছ্ট্টুুসহ উপজেলার
তের ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এই
প্রথম উপজেলা যুবদলের সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে কথা বলতে পাড়ায় খুশি
তৃণমূলের নেতারা।
সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে
যুবদলের অনেক ভুমিকা ছিল। সরকারের রোষানালে যুবদলের অনেক নেতাকর্মী গুম,
খুন, মামলা-হামলার শিকার হয়েছে। কিন্তু যুবদলের ঐক্য নষ্ট হয়নি। তাই অতীতের
মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ আ’লীগের বিরুদ্ধে কাজ করতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে দেশনায়ক তারেক
রহমানের নির্দেশ মোতাবেক দলীয় কার্যক্রম চালাতে হবে। কোনভাবেই ফ্যাসিবাদকে
ছাড় দেয়া যাবে না।