রোববার ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১
লাকসাম জংশনে গভীর রাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১:০৯ এএম |


  লাকসাম জংশনে  গভীর রাতে  প্রেসক্লাব নেতৃবৃন্দ শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লার লাকসামের কোথাও গত দু'দিন ধরে সূর্যের দেখা মিলেনি। বেড়ে গেছে শীতের তীব্রতা। অসহায় ও হতদরিদ্র ছিন্নমূল মানুষজন শীতের তীব্রতায় দিশেহারা। লাকসাম রেলওয়ে জংশন প্ল্যাটফরমে শুয়ে আছেন তাঁরা। গভীর রাত। শীতে কাবু হয়ে গেছেন। এমতবস্থায় শীতার্ত অসহায় মানুষগুলো একটু উষ্ণতা খুঁজছেন। এমন সময় শীতার্ত ছিন্নমূল মানুষের জন্য অনেকগুলো কম্বল নিয়ে রেলস্টেশনে হাজির লাকসাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। 
এতোদিন এক্কান হাতলা কাবড় (একটি পাতলা কাপড়) গাত দি হুইচ্ছি। (গায়ে দিয়ে ঘুমাইছি)। শীতে মানে না। গা ছরদ অই থাইকতো (শরীর ঠান্ডা হয়ে যেতো)। আইজ এক্কান কম্বল হাইছি। (আজ একটি কম্বল পেয়েছেন)। অন আর শীত বেশী লাইগতো নো। ( এখন আর শীত বেশী লাগবেনা)। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমনে গো ভালা করক।" তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন লাকসাম রেলওয়ে জংশনে পড়ে থাকা কুলসুম বেগম নামের এক হতদরিদ্র ছিন্নমূল নারী। 
বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে লাকসাম রেলওয়ে জংশনে থাকা বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত ছিন্নমূল শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন লাকসাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ। 
লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে মধ্যরাতে রেলস্টেশনে থাকা হতদরিদ্র ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে অত্যন্ত খুশী ওইসব ছিন্নমূল মানুষজন। 
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে মো. আবুল কাসেম নামের সত্তরোর্ধ অপর এক বৃদ্ধ জানান, তাঁর বাড়ি হাতিয়া। নদী ভাঙনে বাড়ি-ঘর চলে গেছে নদী গর্ভে। সহায়-সম্বল হারিয়ে কয়েক বছর ধরে লাকসামে থাকেন। দিনে এদিক-ওদিক থাকেন, আর রাতে স্টেশনে ঘুমান। তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছিলেন। আজ কম্বল পেয়ে খুবই খুশী। শীত নিবারণে এবার কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে পারবেন।
লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ জানান, গত দুইদিন ধরে লাকসামে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ছিন্নমূল শীতার্ত মানুষের জন্য লাকসাম প্রেস ক্লাব কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
কম্বল বিতরণকালে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, শীতার্ত ছিন্নমূল মানুষের কষ্টে লাকসাম প্রেস ক্লাবের কম্বল বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, আহ্বায়ক কমিটির সদস্য চন্দন সাহা, সদস্য শাহ নুরুল আলম, এম.এ জলিল, মোজাম্মেল হক আলম, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল মালেক হিরণ, গোলাম মাহবুব সোবহানী রুবেল, দেলোয়ার হোসেন প্রমূখ।













সর্বশেষ সংবাদ
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
কুমিল্লায় শীতে কাবু শিশুরা
অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে জনসভা আজ
এড. নাজমুস সা’দাত বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হঠাৎ আসিফ আকবরের বাসায় কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
কেন ভাঙলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি ?
শহরে আবারো কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রসহ মহড়া
কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লায় মাদক পরিবহনে বাড়ছে নারীদের সম্পৃক্ততা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২