বাংলাদেশ
ভারতের সীমান্তবর্তী কুমিল্লার বিবির বাজার এলাকায় কাজী ছবির নামে (৪০)
নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির বাড়ি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার গাজিপুর গ্রামে।
স্থানীয়রা জানান, নিহত
ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং মাঝে মধ্যে নেশা করতো। বুধবার রাতের যে
কোন সময়ে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে
চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মীর সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে গিয়ে মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, নিহত ছবিরের পিঠে হাতে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায় এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।