কুমিল্লার
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারি দম্পতিকে আটক করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে আজগরা ইউনিয়নের আমদুয়ার গ্রামে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে
অংশগ্রহণ করেন ৫ সিগন্যাল ব্যাটালিয়নের ক্যাপ্টেন সৈকত ও নাঙ্গলকোট আর্মি
ক্যাম্পের সদস্যরা। তাদের সঙ্গে লাকসাম থানার উপপরিদর্শক ঝন্টু চন্দ্র
দে'সহ পুলিশ ফোর্সও যুক্ত ছিল। অভিযানের সময় দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে
৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৯৪,৬১০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আমদুয়ার গ্রামের মৃত আতর আলীর ছেলে মোঃ দুলাল (৪৯) ও তার স্ত্রী মোছাঃ বকুল বেগম (৪০)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়
বাসিন্দারা জানান, আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত
ছিল। তাদের গ্রেপ্তারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। যৌথ
বাহিনীর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।