বৈষম্যবিরোধী
ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রচলিত
রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে
মুক্ত হতে পারেনি। বাংলাদেশের আষ্টেপৃষ্টে ফ্যাসিবাদী শিকলে বাঁধা ছিল,
এটাই চরম সত্য কথা। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল
মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজম্ম। যে প্রজম্মটাকে আমরা অলস ভাবতাম, মোবাইল
নিয়ে পড়ে থাকত তারা ওই প্রজম্মই দিন শেষে আমাদের কে কথা বলার অধিকারকে
ফিরিয়ে দিয়েছে। যেখানে ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা
করার অধিকার ছিল না, ইমামরা মসজিদে কোরআন যেভাবে বলেছে সেভাবে খুৎবা দিবে
তাতেও বাধা দেয়া হয়েছে, সাংবাদিকরা নিজেদের মত করে পেশাদারিত্ব পালন করবে
সেখানেও বাধা দেওয়া হয়েছে, গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী
চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজম্মই আমাদের এসবের স্বাধীনতা এনে
দিয়েছে। র
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি
রেস্টুরেন্টের হলরুমে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, আমরা অতীতের
রাজনীতির পুনরাবৃত্তি চাই না, যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে
পালাতে হয়, আমরা এমন রাজনীতি চাই যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ
আপনাকে সম্মান করবে। আমরা অতীতের গুম, খুন, হত্যা, নিপীরণ-নির্যাতন চাই না।
আপনার সাথে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের
ইতিবাচক প্রশ্নে, সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে, আমরা এক এবং
ঐক্যবদ্ধের সংহতির মাধ্যমে দেশকে পুর্নগঠন করতে চাই। দেশে আর কোন রাজনৈতিক
সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না, প্রাণহানী চাই না।
তিনি আরও বলেন,
দেশের বিভিন্ন পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরী হয়েছে এই সিন্ডিকেটগুলো সব
সময়ই ঐক্যবদ্ধ থাকে ধরাছোয়ার বাহিরে থাকে, যারা দেশে অকল্যাণ চায়, দেশের
মানুষের অকল্যান চায়, তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে।
আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব।
হাসনাত
আবদুল্লাহ দেবিদ্বার প্রসঙ্গে বলেন, আমি দেবিদ্বারের মানুষের কল্যাণ চাই,
দেবিদ্বারে আর কোন রাজনৈতিক সহিংসতা করতে দেওয়া হবে না, আপনি যে মতের বা
পথেরই হোন না কেন এতে কিচ্ছু আসে যায় না, আমি দেখব আপনি দেশের কল্যাণ চান
কিনা, দেবিদ্বারের কল্যাণ চান কিনা, যদি চান তাহলে আপনি আমার বন্ধু আর যদি
না চান তাহলে আপনার সাথে আমার মতপার্থক্য থাকবেই।
জামাল উদ্দিনের
সঞ্চালনায় নাগরিক কমিটির মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, মো. মজিবুর
রহমান, সাইফুল ইসলাম শামীম, ডা.সাঈদ, নাহিদ হাছান, বৈষম্যবিরোধী
ছাত্রআন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হাসান প্রমুখ।