মোহাম্মদ
জহিরুল হককে আহ্বায়ক ও মিজানুর রহমান গোলদারকে সদস্য সচিব করে ৫ সদস্য
বিশিষ্ট কুমিল্লা মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা
হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরী ১১ নম্বর ওয়ার্ডের রানীর দিঘির পার
নিমতলি এলাকায় এক কর্মী সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ৩
সদস্যরা হলেন গোলাম রহমান শাহজাদা, সাজ্জাদ মাহমুদ দিপু ও ছায়েদুল আলম (
ছায়েদ)।
কুমিল্লা মহানগরী ১১ নং বিএনপির কর্মী সভায় অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির
সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি
সাজ্জাদুল কবির সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলামসহ
অন্যান্যরা।
আহবায়ক কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে
বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক
রহমানে নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত
করার লক্ষ্যে আমরা কুমিল্লায় হাজী আমিন উর রশিদ ইয়াসিন সহ মহানগরের
নেতৃবৃন্দের নির্দেশনায় সকল সাংগঠনিক কাজ সফলভাবে পরিচালনার শতভাগ চেষ্টা
করব। আমাদের সাথে থাকার জন্য সকল নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।