স্টাফ
রিপোর্টার।। হঠাৎ করেই দেশের শীর্ষ জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের বাসায়
তার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
মনিরুল হক সাক্কু। শুক্রবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা শহরের জজকোর্ট রোডস্থ
বাসায় তিনি সাক্ষাত করেন। বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য আসিফ আকবরের
বাসায় মনিরুল হক সাক্কু ঘন্টাখানেক অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ে কথা
বলেন।
তাদের আলোচনায় বিস্তারিত জানা না গেলেও কুমিল্লার রাজনীতিতে নয়া মেরুকরণের অংশ হিসেবে এ সাক্ষাত পর্ব অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
জানা
গেছে, সন্ধ্যার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক
সাক্কু একাই কন্ঠশিল্পী আসিফ আকবরের বাসায় যান। আসিফ আকবরও কুমিল্লার বাসায়
একই ছিলেন। দু’জন এসময় একান্তে কথা বলেন এবং রাজনীতির নানা বিষয়ে ঐক্যমতে
পৌঁছান। আসিফ আকবরের বাসায় মনিরুল হক সাক্কুর যাওয়ার খবর ছড়িয়ে পড়লে
রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য, কুমিল্লা সিটি
কর্পোরেশনের নির্বাচনে মনিরুল হক সাক্কুর পক্ষে অতীতে ভূমিকা রেখেছিলেন
আসিফ আকবর। যে কারণে মেয়র পদে সাক্কু বিজয় সহজ হয়। নানা কারণে দু’জনের
মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।
সচেতন মহল মনে করছে সে দূরত্ব কমাতেই মনিরুল হক সাক্কু জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের বাসায় যান এবং সাক্ষাত করেন।