বাংলাদেশ
প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জ ৬-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং একাই ছয়
গোল করেছেন। রহমতগঞ্জ ৬ ম্যাচে ৫টি জিতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর ঢাকা
ওয়ান্ডারার্স চতুর্থ হারে আগের ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।
২০০৬-০৭
মৌসুম থেকে বাংলাদেশে পেশাদার লিগের যাত্রা শুরু। প্রথম মৌসুমে
মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড পল নোয়াচুকু ডাবল হ্যাটট্রিক করেছিলেন।
এরপর পেশাদার লিগে আর কোনো ফুটবলার সেই কীর্তি গড়তে পারেননি। দেড় যুগ পর
রহমতগঞ্জের ঘানার ডিফেন্ডার ছয় গোল করলেন। কাকতালীয় ব্যাপার, সময়ের ব্যবধান
দীর্ঘ হলেও দুই ম্যাচেই কমন দল রহমতগঞ্জ। ২০০৭ সালে রহমতগঞ্জ ৭-১ গোলে
হেরেছিল। আজ তারা ওয়ান্ডারার্সকে ৬-১ গোল দিয়েছে।
পেশাদার ফুটবল লিগে
এক সময় আফ্রিকান ফুটবলারদের দাপট ছিল অনেক। গত কয়েক বছর আবার ব্রাজিল ও
ইউরোপিয়ান ফুটবলাররা ছিলেন আলোচনায়। বোয়েটাংয়ের ডাবল হ্যাটট্রিকে অনেকদিন
পর আলোচনায় আসলেন আফ্রিকান ফুটবলাররা। ঘানার ২৭ বছর বয়সী ফুটবলার বোয়েটাং
এবারই প্রথম বাংলাদেশে খেলতে এসেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে
ইতোমধ্যে ১০ ও ফেডারেশন কাপে এক গোল করেছেন।
বোয়েটাং আগে ঘানার শীর্ষ
লিগের অন্যতম সেরা ক্লাব কতোকেতে খেলেছেন। আফ্রিকার এই দেশটি বিশ্বকাপেও
খেলেছে কয়েকবার। সেখান থেকে এসে বাংলাদেশে খেলার কারণ সম্পর্কে বলেন, ‘নিজ
দেশের বাইরে খেলার অভিজ্ঞতা নিতে চেয়েছি। বাংলাদেশে আমন্ত্রণ পেয়ে খেলতে
এলাম।’ বোয়েটাং রহমতগঞ্জে নম্বর নাইন পজিশনে খেলছেন। লিগের প্রথম তিন
ম্যাচে গোল না পাওয়ায় একটু চাপে ছিলেন তিনি। গত তিন ম্যাচে নিয়মিত গোল
পাওয়ায় এখন অবশ্য স্বস্তিতে, ‘আমি প্রতি ম্যাচেই গোল করতে চাই। এখন নিয়মিত
গোল করতে পারায় ভালো লাগছে।’