মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১
দলবদলের বাজারে হামজ
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ১২:৪০ এএম |



লেস্টার সিটির হয়ে শুরুর একাদশে সুযোগ মিলছে না। ডাচ কিংবদন্তি র্যুড ভ্যান নিস্টেলরয় অবশ্য হামজাকে সুযোগ দিচ্ছেন বদলি হিসেবে। প্রায় ম্যাচেই মাঠে নামছেন, রক্ষণে নিজেকে মেলেও ধরছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইটব্যাক হিসেবে নিজেকে অনেকটাই মেলে ধরেছেন বাংলাদেশের এই তারকা। আর সেটারই সুবাদে শীতকালীন দলবদলের বাজারে এসেছেন অন্য ক্লাবের নজরে। 
শীতের দলবদলে বাংলাদেশি তারকা হামজাকে দলে নিয়ে আগ্রহী শেফিল্ড ইউনাইটেড। বর্তমানে চ্যাম্পিয়নশিপে থাকা দলটি স্বপ্ন দেখছে এক মৌসুমের বিরতিতে প্রিমিয়ার লিগে ফিরে আসার। আর সেজন্য হামজা চৌধুরীকে দলে নিতে আগ্রহী তারা। চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষ দুই দল পাবে সরাসরি প্রিমিয়ার লিগে আসার সুযোগ। শেফিল্ড সেই দৌড়ে ভালোভাবেই টিকে আছে। 
আর সেই দলটিই এবার পাখির চোখ করেছে হামজা চৌধুরীকে। লেস্টারের মূল দলে নিয়মিত সুযোগ না পাওয়া হামজাকে সঙ্গে নিয়েই প্রিমিয়ার লিগে ফিরতে চায় তারা। তবে হামজাকে তারা দলে নিতে চায় ৬ মাসের লোন ডিলে। বাইআউট ক্লজ থাকবে কি না, তা অবশ্য এখনই জানাতে পারেনি ইংল্যান্ডের গণমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে, কেবল ধারেই নিতে চাইছে তাকে। 
এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলতে গিয়ে তাদেরকে প্রথম বিভাগে টিকে থাকতে ভালোভাবেই সাহায্য করেছিলেন হামজা চৌধুরী। এবারে হয়ত সেই জিনিসটাই চাইছে শেফিল্ড। যদিও লেস্টার সিটির ম্যানেজার র্যুড ভ্যান নিস্টেলরয় সেটা অনুমোদন দেবেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। মূল দলে না থাকলেও লেস্টারের ম্যাচে নিয়মিত দেখা যায় হামজাকে। 
গত মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় শেফিল্ড ইউনাইটেড। ৩৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ছিল লিগ টেবিলের সবার নিচে। অবনমনের পর বর্তমানে তারা আছে প্রথম বিভাগের ফুটবলে। সেখানে অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের অবস্থান বর্তমানে তিনে। দুইয়ে থাকা বার্নলির সমান ৪৯ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তালিকার ৩য় স্থানে।
ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। শেফিল্ড আপাতত আছে সেই স্থানে। যেখানে তাদের সঙ্গে অবস্থান করছে সান্দারল্যান্ড, মিডলসব্রো, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। 
অবশ্য প্রিমিয়ার লিগে লেস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটা বলা চলে না। ১৯ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে অবনমন অঞ্চলে। ১৯তম স্থানে ২০১৬ সালের লিগ চ্যাম্পিয়নরা। হামজা চৌধুরীকে তাই এমন অবস্থায় লেস্টার সহজেই ধারে খেলতে পাঠাবে, এমন ভাবাটাও খানিক কষ্টকর।














সর্বশেষ সংবাদ
প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
মোবাইলে গেমস্ খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বেদখল হয়ে আছে কুমিল্লার সড়ক-মহাসড়কের যাত্রীছাউনি
বাপে-মেয়ে মিল্লা পালাইছে কোথায় বাহার-লোটাস
কুমিল্লা মহানগরীর ৪ওয়ার্ডে বিএনপি’র কমিটি
কুমিল্লায় ফসলের মাঠজুড়ে সাদা বকের মিলন মেলা
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২