কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার হিসেবে ১১টি সাইকেল, ১৬টি স্কুল ব্যাগ, ১২টি মামপট, ২৪টি পেন্সিল বক্স, ২৫টি বই উপহার পেয়েছে শিশু ও কিশোর। পৌর এলাকার উত্তর ফালগুনকরা পশ্চিম পাড়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতায় ২৫ জন বিজয়ী হয়। শুক্রবার বাদ এশা স্থানীয় মসজিদে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার এরশাদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন উত্তর ফালগুনকরা পশ্চিম পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মফিজুর রহমান, সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার মীর হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মোশাররফ হোসেন। দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা বাচ্চু মিয়া, মোঃ সালাউদ্দিন, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার এরশাদ উল্যাহ বলেন, গ্রামের শিশু, কিশোর ও যুবকদেরকে জামায়াতে নামাজ আদায়ে উৎসাহিত করণে প্রবাসী গ্রুপের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী এ আয়োজন। ইতোমধ্যেই গ্রামে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছে। মসজিদে জামায়াতে নামাজ আদায়ে শিশু-কিশোর ও যুবকদের অংশগ্রহণ বেড়েছে। মানুষকে নামাজে উদ্বুদ্ধকরণে এমন ব্যতিক্রমী আয়োজন সকল সমাজেই করা উচিত। এতে করে নামাজের বিষয়ে সকলের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।