নিজস্ব
প্রতিবেদকঃ এ বছরের শুরুতেই প্রচন্ড শীত। সূর্যের দেখা মিলেনি
কুমিল্লায়।শীতে কাঁপছে দেশের মানুষ। উদ্বাস্তুুদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত
পরিবারেও নেই শীতের পোশাক। শীতার্ত মানুষের শীত লাঘবে নিজেদের কর্মচারী ও
অসহায় ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে কুমিল্লার স্বনামধন্য সেবামূলক
প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃলিঃ (টাওয়ার) ।
পহেলা
জানুয়ারি বুধবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্ভোদন করেন
কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃলিঃ (টাওয়ার) এর ব্যবস্থাপনা পরিচালক
ডা.জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল
কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ। সাবেক এমডি ডা.এনএম
শাহজাহান, প্রতিষ্ঠানটির ডিরেক্টর যথাক্রমে ডা.ফজলুর রহমান মজুমদার,ডা.এম এ
সাত্তার, ডা.লিয়াকত আলী ভূইয়া, ডা.এম এ মান্নান,ডা.ফরিদ উদ্দিন ভুইয়া।
এবং
মধ্যরাতে কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের কম্বল
বিতরণ করেন কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃলিঃ (টাওয়ার) এর এজিএম লুৎফর
রহমান খান মাসুম, প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে ওমর ফারুক সুজন, হোসাইন
আহমেদ শাহাদাত, নিজাম উদ্দিন মহসিন (প্রমোশন) প্রমোশন অফিসার মুরাদ হোসেন ও
সুপার ভাইজার বোরহান উদ্দিন।