শনিবার
কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্ততকারক মালিক সমিতির ত্রি- বার্ষিক
নির্বাচন বিপুল আনন্দ, উৎসাহ, উদিপনার মধ্যে দিয়ে মহানগরীর হোটেল গোল্ডেন
স্পুনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট
গ্রহণ করা হয় আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে। মোট ভোটার হল ৮২ টি এর মধ্যে
৮০ টি ভোট গ্হন করা হয়। কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্ততকারক মালিক
সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৫ টি পদে অংশগ্রহণ করেন ৯ জন প্রার্থী। এর
মধ্যে সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় আই এম পির বেকারীর
চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে দুইজন প্রার্থী মোঃ মিজানুর রহমান ও তারেক
ইমতিয়াজ সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এরা হলেন মোঃ শাহীন ও বিল্লাল হোসেন,
প্রচার সম্পাদক পদে দুইজন মাহফুজুর রহমান ও আলী ইমাম বিপুল, অর্থ সম্পাদক
পদে দুইজন মোঃ আতিকুর রহমান আতিক ও মোঃ মোমিন উল্লাহ।
গণতান্ত্রিক
ব্যালেটে মাধ্যমে ভোট প্রয়োগ করে সভাপতি হিসেবে মুসলিম ফুড পোডাক্টস এর
চেয়ারম্যান মিজানুর রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আইএমপি বেকারীর
চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে
ভোটাররা।
সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট
নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে স্বচ্ছতার পরিবেশে ভোটারদের উৎসাহ ও আনন্দ
মুখোর পরিবেশে আগামী ৩ বছরের কমিটিতে সভাপতি হিসেবে নিবারিত হয়েছেন মুসলিম
বেকারীর চেয়ারম্যান মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত
হয়েছেন ডেইজি বেকারীর চেয়ারম্যান মোঃ শাহীন আলম, কোষাধ্যক্ষ হিসেবে
নির্বাচিত হয়েছেন সেফা বেকারীর চেয়ারম্যান মমিনুল উল্লাহ, প্রচার সম্পাদক
পদে নির্বাচিত হয়েছেন সততা ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
সাধারণ
সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কোন প্রার্থী না থাকায় বিনা
প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইএমপির চেয়ারম্যান
বেকারীর চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ।
সার্বিক তত্বাবধান ও দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডায়মন্ড বেকারীর চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।
নির্বাচনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ভোট প্রদান করেন মেট্রিক ফুডের এবং হোটেল নুর মহলের চেয়ারম্যান আলী আকবর।