মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১
লালমাইয়ে এবার প্রবাসীর গাড়িতে ডাকাতি মালামাল লুট; আটক ২
প্রদীপ মজুমদার :
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ এএম |

  লালমাইয়ে এবার প্রবাসীর  গাড়িতে ডাকাতি  মালামাল লুট; আটক ২
 
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের লালমাই উপজেলার কলমিয়ায় মাইন উদ্দিন নামের একজন প্রবাস ফেরতের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 
শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া ঈদগাহ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। 
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মী করে প্রবাসীর ২টি লাগেজ, ১টি ব্রিফকেস, ৫টি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
ভুত্তভোগী মাইন উদ্দিন একজন বাহরাইন প্রবাসী। তিনি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের পেয়ার আহমেদের ছেলে। শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তার শ্যালক সাদ্দাম।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক সাহাবুল বলেন, খবর পেয়ে দশ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি এলাকাবাসি ডাকাত সন্দেহে চোখবাঁধা অবস্থায় দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে রবিউল হাছান (৫০) ও ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামের আবিদ আলীর ছেলে রওশন আলী (৫২)।
প্রাইভেট কার চালক নাজমুল হাসান বলেন, প্রবাসী ও তার শ্যালককে নিয়ে বাড়ি যাওয়ার সময় শনিবার দিবাগত রাত অনুমান ৩ টায় কলমিয়া পৌঁছলে দেখি সড়কে গাছ ফেলে রাখছে। ডাকাত আতংকে আমি গাড়ি পিছনে নিয়ে যেতে লাগলে দুইপাশ থেকে ৮/৯ ডাকাত গাড়িতে আক্রমন করে। অস্ত্রের মুখে জিম্মী করে ডাকাতরা প্রবাসীর সকল মালামাল ও আমার মোবাইল নিয়ে যায়। 
তিনি আরো বলেন, ডাকাতরা গাড়ি ছেড়ে দিলে একটু দক্ষিণে গিয়ে আমরা চিৎকার করি। এরপর আশেপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। গ্রামবাসীসহ আমরা দুইজন ব্যক্তিকে সড়কের পাশের জমি থেকে আটক করে পুলিশে সোপর্দ করি।
বাহরাইন প্রবাসী মাইনুদ্দীন বলেন, স্ত্রী-সন্তানদের জন্য আনা সকল মালামাল ডাকাতরা নিয়ে গেছে। বিদেশে গিয়ে পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা আমরা দেশে পাঠাই। আমরা রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে নিরাপত্তা পাই না। আমি উপদেষ্টাদের কাছে বিচার চাই। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার চাই। 
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে এলাকাবাসি দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের থানায় প্রেরণ করা হয়েছে। বেলা ২ টার দিকে উপজেলার জামুয়া বাজারের পূর্ব পাশে মাঠে ডাকতরা ছিনিয়ে নেওয়া লাগেজ ও ব্যাগ কিছু কাগজপত্র সহ পায় ছোট ছেলেরা পরে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে এই সংবাদ দিলে তা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এতে বিমান টিকিটের কপি, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ডের কপি পাওয়া যায়। ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
















সর্বশেষ সংবাদ
প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
মোবাইলে গেমস্ খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ছোটরা পশ্চিম পাড়া জামে মসজিদের নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার নজরুল ইসলাম
বেদখল হয়ে আছে কুমিল্লার সড়ক-মহাসড়কের যাত্রীছাউনি
বাপে-মেয়ে মিল্লা পালাইছে কোথায় বাহার-লোটাস
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
কুমিল্লা মহানগরীর ৪ওয়ার্ডে বিএনপি’র কমিটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২