ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি আল আমিনকে ইয়াবা টেবলেটসহ গতকাল শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এস আই সাহাবুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভুমি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫২ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকার আবদুর রবের ছেলে। গ্রেপ্তার হওয়া আল আমিন এর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার আরো দুটি মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার আরো দুটি মাদক মামলা রয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।