চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার
অপরাধে ৩ জনকে আটক করে দুই লাখ টাকা জরিমানা, ভেকু বিকল ও দুইটি ডাম্প
ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৫ জানুয়ারী) দুপুরে
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জাকিয়া সারওয়ার লিমা উপজেলার আলকরা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন।
আটককৃতরা হলো; ট্রাক চালক ফেনীর দাগনভূঁইয়া হীরাপুর গ্রামের সুরুজ
মিয়ার ছেলে আমির হোসেন(৪০), চালকের সহকারী একই গ্রামের নবীন হোসেনের ছেলে
মোশারফ(২৬) ও আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গিয়াস
উদ্দিন(২৭)।
তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু
মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই
আইনের ১৫(১) ধারার বিধানে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা
হয়েছে।