কুমিল্লার
মুরাদনগরে কৃষি জমি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে
উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর
রহমানের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার
(ভূমি) সাকিব হাছান খাঁন। আরো বক্তব্য রাখেন মুরাদনগর থানার ওসি জাহিদুর
রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক
কর্মকর্তা রফিকুল ইসলাম, নাঈম সরকার, সৈয়দ গোলাম মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি
কর্মকর্তা তফাজ্জল হোসেন, কবির হোসেন, শরীফুল ইসলাম, শিউলি আক্তার,
ইটভাটার মালিক জালাল উদ্দিন ও সবুর ভইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় কৃষি জমি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।