দাউদকান্দির
লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা
ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নে এ দুটি চুরির ঘটনা ঘটে।
লক্ষীপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তাসলিমা আক্তার জানান,
সোমবার সকালে বিদ্যালয়ে আসার পর অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া
যায়।
অফিস কক্ষে গিয়ে দেখা যায়, আলমারির তালা ভেঙ্গে ২টি ল্যাপটপ, ১টি
প্রিন্টার, ১টি প্রজেক্টর, ১টি ওয়াইফাই রাউটার, ২ টি মাল্টিপ্লাগ, ১টি
স্পিকার, ২টি মাউস, ১টি কিবোর্ড, ১টি বায়োমেট্রিক হাজিরা, ১৫টি বড় স্টিলের
গামলা, ৭০টি মেলামাইন প্লেট, ১টি গ্লাস সেট, ২টি কাঁচের জগ,১২টি নাস্তার
প্লেট, ২ সেট কাপ প্লিজ, ৪টি স্টিলের চামচ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩
লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে রবিবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়ন পরিষদ
কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোর ইউনিয়ন পরিষদের প্রায় ২০ থেকে ৩০ হাজার
টাকা মূল্যের বৈদ্যুতিক কেবল চুরি করে নিয়ে যায় ।
ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, চুরির ঘটনায় সোমবার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবার কার্যক্রম ব্যাহত হয়েছে।
আওয়ামী
সরকার পতনের পরবর্তী নানান ধ্বংসযজ্ঞে এখনো তেমনভাবে সংস্কার হয়নি ইউনিয়ন
পরিষদ। তার মধ্যে চুরির ঘটনায় নতুন করে বিপাকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
এ দুটি চুরির ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরীপুর
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম জানান,পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর আটক এবং মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা
অব্যবহত রয়েছে।