বুধবার ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১
কুমিল্লায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে গণ্যমান্য ব্যক্তির মতবিনিময়
প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ০৭.০১.২০২৫ ২:০২ এএম |

প্রশাসনকে রাজনৈতিক  প্রভাবমুক্ত রাখার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছতা, দক্ষতা ও সততা নিশ্চিত করনে জনপ্রশাসনে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধ করতে হবে, প্রশাসনিক ক্ষমতার ভৌগলিক বিকেন্দ্রীকরণ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেন সরকারি চাকরি না করতে পারে, জনপ্রশাসন মনিটরিং সেল গঠন করতে হবে, এক বছর পর পর সম্পদের বিবরনী প্রকাশ, অবসরের ৫ বছর পর কোন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ, এসিআর প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের বাইরে কর্মকর্তা মতামত ও পরামর্শ নিতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ববন্টন, ওয়ানস্টপ সার্ভিস, জনপ্রশাসনকে দুর্নীতিমুক্ত করারসহ বিভিন্ন পরামর্শ উত্থাপন করেছেন কুমিল্লা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গণমান্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মোহাম্মদ হাফিজুর রহমান, মেহেদী হাসান মত বিনিময় কালে এসব পরামর্শ উত্থাপন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার সভায় সভাপতিত্ব করেন। 
সকলের মতামত শেষে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, 'কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হবে একটি ওয়েব সাইটে সাধারণ মতামত ও অভিযোগ দিতে পারবে, যেন সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছাকাছি পৌঁছাতে পারে। যা মন্ত্রনালয় ও সচিবালয়ের সর্বোচ্চ কর্মকর্তারাও মনিটরিং করতে পারবে। জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনে সবাই যেন জনগণের কথা শুনে- এমন একটা প্রশাসন চাই। তাই আমরা আনন্দিত উপস্থিত সবাই মতামত দিতে পারছেন। আপনাদের সকলে মতামত লিপিবদ্ধ করা হয়েছে।'
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল, কুমিল্লা মহানগরের সদস্য সচিব আবু রায়হান, হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সভাপতি হারুনুর রশিদ ভুইয়া, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ইমাম সমিতির সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি সভাপতি মোঃ আবু হানিফ, কুমিল্লা জেলা মাঠ প্রশাসন কর্মকর্তা সমিতির সভাপতি সাহেব আলী, সুজন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি শাহ মোঃ আলমগীর খান, বিএনপি নেতা সাজ্জাদুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামিল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহির তাজওয়ার ওহী, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূর আলম ভূইয়া, জামায়াত ইসলামীর কুমিল্লা মহানগর সহকারী সেক্রেটারী মোশারফ হোসেন, জামায়াত ইসলামীর মহানগর সেক্রেটারী মাহবুবুর রহমান, ব্যবসায়ি নেতা মঞ্জুরুল ইসলাম, জিপি এ্যাড তারেক আবদুল্লাহ, পিপি এ্যাড কাইমুল হক রিংকু। 
সভায় সকল বক্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য প্রশাসনিক উদ্যোগ ত্বরান্বিত করার আহ্বান জানান।













সর্বশেষ সংবাদ
নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছায় ঢাকা ছাড়লেন খালেদা জিয়া
কুমিল্লায়গ্যাস সংকটে চুলায় জ্বলছে না আগুন
কুমিল্লা ক্লাবের নির্বাচন প্রথম দিনে ১১টি মনোনয়ন ফরম বিক্রি
কুমিল্লা মহানগর ২৭ নং ওয়ার্ড বিএনপি'র আহবায়ক কমিটি গঠিত
দুই শতাধিক মানুষের মাঝে কুমিল্লায় বিজিবির শীতবস্ত্র বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার নজরুল ইসলাম
এককভাবে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিস্ট হবে
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক,অস্ত্রউদ্ধার
বাইউস্ট ল’ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২